মেগাপ্রকল্পের কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ০০:১১, ১১ সেপ্টেম্বর ২০১৮
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোক্তার সক্ষমতা বাড়ার কারণে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে এবং খাদ্যশস্য আমদানি ও সরকারের অগ্রাধিকারভুক্ত মেগাপ্রকল্পের কারণে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে।
সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাণিজ্যঘাটতি বাড়ার বেশ কিছু কারণ রয়েছে। গত বছর বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় ঘাটতিপূরণে বিপুল পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হয়েছে। সরকারের বড় বড় কয়েকটি প্রকল্প, বিশেষ করে পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প ও পায়রা বিদ্যুৎ প্রকল্পের জন্য যন্ত্রপাতি ও প্লান্ট আমদানির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে।’
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সরকার ভেষজ দ্রব্য রফতানি বাড়াতে পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন সার্টিফিকেশন ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’ তিনি বলেন, ‘২০১৭-১৮ সালে ৮৬ দশমিক ৬৩ মিলিয়ন ডলারের ভেষজ দ্রব্য রফতানি করা হয়েছে।’
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অ্যাকর্ড (ইউরোপীয় ক্রেতা সংগঠন), এলায়েন্স (উত্তর আমেরিকার ক্রেতা সংগঠন) ও জাতীয় উদ্যোগের আওতায় মোট ৩ হাজার ৭৮০টি কারখানার প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে ১৬৩টিকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে মধ্যে ৩৯টি বন্ধ ও ৪৭টি আংশিক বন্ধ করা হয়েছে। বাকি কারখানাগুলোর সংস্কার কাজ চলছে। বর্তমানে সংস্কার কার্যক্রমে অ্যাকর্ডের অগ্রগতি ৮৪ শতাংশ ও এলায়েন্সের অগ্রগতি ৯০ শতাংশ।’
এসি
আরও পড়ুন